ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে একটি মাত্র শিরোপা জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেটিও এসেছিল অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে। সেই ওয়ার্নারকেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দিয়েছে তার সাবেক দল হায়দরাবাদ কর্তৃপক্ষ।
ওয়ার্নার ব্লকের বিষয়টি জানতে পারেন সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল নিলামকে কেন্দ্র করে। স্বদেশি ট্রাভিস হেডকে ভারতীয় ৬.৮ কোটি রুপিতে দলে টানে হায়দরাবাদ। তাকে অভিনন্দন জানাতে ইনস্টাগ্রামে পোস্ট করতে যান ওয়ার্নার। তখন বুঝতে পারেন তাকে সেখানে ব্লক করা হয়েছে।
নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম পোস্টে ওয়ার্নার লেখেন, ‘ট্রাভিস হেডকে নিয়ে পোস্ট করতে চেয়েছিলাম কিন্তু সানরাইজার্স ব্লক করেছে।’ এ সংক্রান্ত একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তিনি।
২০১৪-২০২১ পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৩৭ বর্ষী ডেভিড ওয়ার্নার। ২০১৫ সালে অধিনায়কের দায়িত্ব পেয়ে ২০১৬ সালে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। এরপর ২০২২ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। আসন্ন আসরেও তাকে দেখা যাবে দিল্লির জার্সিতে।







