ভারতের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসার টাকা বাঁচাতে স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ১৪ এপ্রিল সকাল প্রায় ১১টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা। আত্মহত্যাকারীর নাম কুলদীপ ত্যাগী (৪৬)।
পুলিশ জানিয়েছে, রেখে যাওয়া সুইসাইড নোট কুলদীপ উল্লেখ করেছেন, তিনি ক্যান্সারে আক্রান্ত এবং চিকিৎসায় টাকা ব্যয় হোক তা তিনি চাননি।
পুলিশ আরও জানায়, কুলদীপ ত্যাগী প্রথমে তার স্ত্রী অংশু ত্যাগীকে গুলি করে হত্যা করেন। এরপর লাইসেন্সপ্রাপ্ত রিভলবার দিয়ে নিজেকে গুলি করেন। ঘটনার সময় তাদের দুই ছেলেই বাড়িতে উপস্থিত ছিল। আচমকা গুলির শব্দ শুনে ছেলেরা দৌড়ে এসে ঘরের ভেতরে ঢুকে দেখে, বাবা কুলদীপ মেঝেতে পড়ে আছেন এবং মা অংশু বিছানায়। সঙ্গে সঙ্গেই দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের উদ্ধার করা সুইসাইড নোটে লেখা ছিল, আমি ক্যান্সারে ভুগছি, এবং আমার পরিবার এটা জানে না। আমি চাই না আমার চিকিৎসার জন্য টাকা নষ্ট হোক, কারণ বেঁচে থাকার কোনও নিশ্চয়তা নেই। আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছি, কারণ আমরা প্রতিজ্ঞা করেছিলাম একসাথে থাকব সবসময়। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার সন্তানরা বা কেউই এর জন্য দায়ী নয়।
গাজিয়াবাদ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পুনম মিশ্র জানান, কুলদীপ ত্যাগী তার স্ত্রীকে গুলি করার পর আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তার অসুস্থতা এবং সিদ্ধান্তের কথা স্পষ্ট করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।









