ভারতের মাইসুরুতে টানা ১২ বছর ধরে স্ত্রীকে তালাবন্দী করে রেখে দিয়েছিল এক ব্যক্তি। বিয়ের পর তার স্ত্রী প্রায়ই বাবার বাড়িতে চলে যেতেন। তবে স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগ করতে চাননি ওই নারী। তিনি কেবল তার বাবা-মায়ের কাছে থাকতে চান।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে, ভারতের কর্ণাটকের মাইসুরু পুলিশ ওই নারীকে উদ্ধার করার পর ত্রিশোর্ধ ওই নারী জানান, গত ১২ বছর ধরে তার স্বামী তাকে তালাবন্দী করে রেখেছিলেন। মল-মূত্র ত্যাগের জন্য় ঘরে ছিল ছোট বাক্স। প্রতিদিন স্বামী অফিস থেকে ফিরে না আসা পর্যন্ত তার দুই সন্তান স্কুল থেকে ফিরে বাড়ির বাইরে অপেক্ষা করত।
তিনি বলেন, বিয়ের পর থেকেই আমাকে তালাবদ্ধ করে রাখতেন স্বামী। অত্যাচারও করতেন। বাচ্চারা স্কুল থেকে এলে জানালা দিয়ে খাবার দিতাম। প্রতিবেশীরা কেউ স্বামীকে কোন প্রশ্ন করতো না।
ওই নারী জানান, আপাতত তিনি বাবার বাড়িতে থাকতে চান। তবে তাদের মধ্য়ে থাকা দাম্পত্য কলহ মিটিয়ে ফেলতে চান তিনি।
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, ১২ বছর নয়, মনে হচ্ছে ২ থেকে ৩ সপ্তাহ ওই নারীকে আটকে রাখা হয়েছে। বিয়ের আগে তিনি প্রায়ই বাবার বাড়িতে চলে যেতেন। অফিসে যাওয়ার আগে স্বামী তাকে তালা দিয়ে যেতেন। তার স্বামীর কিছুটা আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তিনি ওই ব্যক্তির তৃতীয় স্ত্রী।







