গত ৮ এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হয় বিশ্ববাসী। সেদিন চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখার কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসে। যা ঘিরে কিছু অদ্ভুত আর দুঃখজনক ঘটনাও সামনে আসছে। স্বামী-সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের এক নারীকে, দেশটির সংবাদমাধ্যমে প্রতিবেদন, সূর্যগ্রহণের প্রভাব থেকে পরিবারকে বাঁচাতে ড্যানিয়েল জনসন নামের সেই নারী জ্যোতিষী নিজ পরিবারের সদস্যদের খুন করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘটনাটি ঘটেছে। সূর্যগ্রহণের প্রভাব থেকে হত্যার দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে পুলিশ। জানিয়েছে, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে স্বামী-সন্তানকে খুন করেছেন জনসন।
পুলিশ জানাচ্ছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত একটি বিলাসবহুল গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন অন্য গাড়িচালক। পুলিশ এসে গাড়ির ভেতর থেকে জনসনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। জনসনের দেহ এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যে তা শনাক্ত করতে সমস্যা হচ্ছিল। সেসময় রাস্তা থেকে জনসনের ৮ মাস বয়সী শিশুকন্যার দেহ উদ্ধার করে পুলিশ। জনসনের ৯ বছর বয়সী এক মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
জনসনের আহত বড় মেয়ে পুলিশকে জানিয়েছেন, তার মা একজন জ্যোতিষী। তাকে এবং তার বোনকে গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন। রাস্তায় হঠাৎ চলন্ত গাড়ি থেকে তাদের দুবোনকে ছুঁড়ে ফেলে দেন। এরপর পুলিশ জনসনের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায়, ঘরের ভেতর নিথর পড়ে আছেন জনসনের স্বামী। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সূর্যগ্রহণের প্রভাব থেকে বাঁচাতে জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু পরামর্শ দিয়েছিলেন অনুসারীদের। সেসব দেখে প্রাথমিকভাবে পুলিশের মনে হয়েছে, সূর্যগ্রহণ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তিনি। যার জেরে স্বামী-সন্তানকে কেন খুন করবেন, তা নিয়েই বাড়ছে রহস্য। যদিও দুই মেয়েকে গাড়ি থেকে ফেলে দিয়ে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় নিজেই নিহত হন জনসন।







