যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘মিল্টন’। পাঁচ ক্যাটাগরির ওই হারিকেনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা।
আজ (৮ অক্টোবর) মঙ্গলবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সময়ের সাথে সাথে মিল্টনের শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা।
বুধবার নাগাদ হারিকেন মিল্টন ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। সেসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ফ্লোরিডায় এরইমধ্যে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
কয়েকদিন আগে ফ্লোরিডায় আঘাতহানা হারিকেন হেলেন এর মাত্রা ছিলো চার।









