গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছোটপর্দার গুণী অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার পুত্র বাবু। নিজের পরিচয় দিয়ে সেখানে অভিনেতার দুটি ছবিও পোস্ট করেন তিনি। একটি ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় অক্সিজেন মাস্ক পড়ে ঘুমিয়ে আছেন অভিনেতা।
ফেসবুক পোস্টে বাবু লিখেন,“আপনাদের প্রিয় অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন আইসিইউতে আছেন। ওনার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে, হার্ট ঠিকমতো পাম্প করছে না এবং গলব্লাডারে একটা ইনফেকশন হয়েছে।”
বাবার জন্য দোয়া চেয়ে তিনি আরো লিখেন, আমি ওনার ছোট ছেলে বাবু। আমার জানামতে উনি সবার সাথে সুসম্পর্ক রাখতেন। কেউ যদি কোনো কারণে উনার কথা-কর্মে কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাফ করে দিবেন। আমাকে উনি বলে রেখেছিলেন যেকোনো পরিস্থিতিতে আপনাদের সাথে যোগাযোগ রাখতে। আপনাদের দোয়া ও সাহায্য একান্তভাবে কামনা করছি।
গুণী এই অভিনেতার ফেসবুকে দেয়া এই পোস্টটি অনেকেই নিজেদের ফেসবুক দেয়ালে শেয়ার করেছেন। এরমধ্যে জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান শেয়ার দিয়ে লিখেছেন, “হক চাচা ভীষণ অসুস্থ। তিনি খুবই অমায়িক একজন মানুষ।” এছাড়াও শোবিজের পরিচিত অনেকেই হক চাচার অসুস্থ হওয়ার খবরটি শেয়ার করে সুস্থতা কামনা করেন।
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চ্যানেল আইয়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-তে ‘হক চাচা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন গোলাম সারোয়ার। এক পর্যায়ে ‘হক চাচা’ নামেই সবার কাছে পরিচিতি লাভ করেন তিনি।









