মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্য আদালতের জুরিরা মঙ্গলবার এই ফৌজদারি মামলার তিনটি অভিযোগেই হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এতে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, হান্টার বাইডেনের ২৫ বছরের সাজা পাওয়ার সম্ভাবনা খুবই কম।
২০১৮ সালে একটি রিভলবার কিনেন হান্টার বাইডেন। সেসময় আগ্নেয়াস্ত্র কেনার জন্য নির্ধারিত ফরম পূরণে বাধ্যতামূলক তথ্যে মিথ্যার আশ্রয় নেন তিনি। প্রসিকিউটররা জানিয়েছেন, প্রেসিডেন্টের ছেলে বন্দুক ক্রয়ের বাধ্যতামূলক ফর্মে মিথ্যা বলেছিলেন যে, তিনি অবৈধভাবে মাদক ব্যবহার করেননি বা তাতে আসক্ত নন। তিনি ১১ দিন অবৈধভাবে নিজের কাছে বন্দুকটি রেখেছিলেন।
রায়ের পর হান্টার বাইডেন এক বিবৃতিতে বলেছেন, তিনি রায়ের ফলাফল দেখে হতাশ, কিন্তু মেলিসা, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব এবং আমার সম্প্রদায়ের কাছ থেকে গত সপ্তাহে আমি যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মামলার ফলাফল মেনে নিয়েছেন এবং তিনি হান্টারের আপিল বিবেচনা সত্বেও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তিনি বলেন, আমার স্ত্রী জিল এবং আমি সব সময় হান্টার এবং আমাদের পরিবারের বাকি সদস্যদের জন্য আমাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে পাশে থাকবো। কোনোকিছুই এটি পরিবর্তন করতে পারবে না।









