Advertisements
নেত্রকোনায় গত আশ্বিনে অতিবৃষ্টিতে ভেসে গেছে শতাধিক ফিসারীর মাছ। পথে বসেছেন অন্তত ৫ শতাধিক মাছচাষী, আবার ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চান তারা। জেলার মৎস্য বিভাগ বলছে, এরই মধ্যে ক্ষতিগ্রস্থ চাষীদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।







