Advertisements
নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপনে নানা আয়োজন করেছেন হুমায়ূন ভক্ত ও পাঠকরা। প্রথম প্রহরে জন্মদিন উদযাপন করেছেন হুমায়ূন পরিবারের সদস্যরা। লেখকের নিজের গড়া প্রতিষ্ঠান নূহাশ পল্লীতে রয়েছে নানা আয়োজন। বেলা ১১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হবে ঐক্য ডট কম ডট বিডি হুমায়ূন মেলা। সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আইয়ে।






