দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার এবং দরবারে হামলা, ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে তরিকতপন্থী ছাত্র সংগঠন শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেছে।
সোমবার ৯ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে দরবারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাম্প্রতিককালে সারা দেশের বিভিন্ন দরবার ও মাজারে হামলার বৃত্তান্ত তুলে ধরা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মানববন্ধন শুরু হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে সকলের ধর্ম পালনের অধিকার রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সারাদেশের বিভিন্ন মাজার ও দরবারে ভাংচুর, লুটতরাজ ও হামলা চালাচ্ছে। সচেতন ছাত্র জনতা কখনোই স্বার্থান্বেষী মহল কর্তৃক সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার এই অপচেষ্টা মেনে নেবে না।
বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে বিভিন্ন মাজার ও দরবারে হামলাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি মাজার ও দরবারের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হোক।
মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে দেশের মাজার, দরবার ও খানকাহ শরীফ ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনা, উগ্রবাদীদের হামলায় যে সকল তরিকতপন্থী আহত হয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, উগ্রবাদীদের হামলায় হত্যার সঠিক বিচার করাসহ সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করেন।









