গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার ৩০ আগস্ট বেলা সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ আন্দোলনের অন্যতম নায়ক নূরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি করেন। এসময় তারা বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে নজর না দিয়ে সরকার রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন করে দেশকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে নূরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে পরবর্তীতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।









