সন্তানের পাশে অভিভাবক ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা কোটা আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (৩ আগস্ট) হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন অভিভাবকরা।
এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদসহ পূর্বঘোষিত ৯ দফা দাবিতে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
এছাড়াও সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।









