৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘থাগ লাইফ’। যদিও তামিল-কন্নড় ভাষা বিতর্কের উত্তাপে কর্ণাটকে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। কর্ণাটক রাজ্যে আরোপিত এই নিষেধাজ্ঞার কারণে সেখানে সিনেমাটি প্রদর্শিত হয়নি।
২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘থাগ লাইফ’ সিনেমাটি নিয়ে বহুদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন দর্শক। কিংবদন্তী নির্মাতা মণি রত্নমের এই ছবি টিজার প্রকাশ করেই তুমুল আলোচনা জন্ম দিয়েছিলো। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির বক্স অফিস কী বলছে?
মুক্তির দিনে ‘থাগ লাইফ’ নিয়ে সমালোচকদের মতামত মিশ্র। কেউ প্রশংসা করেছেন, কেউ আবার হতাশ! সাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটি আনুমানিক ২০ কোটি রুপি আয় করেছে! যা কমল হাসানের আগের হিট ছবি ইন্ডিয়ান ২ ও বিক্রম-এর প্রথম দিনের আয়ের তুলনায় কম।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ জুন) তামিল সংস্করণে গড় দর্শক উপস্থিতি ছিল ৫২.০৬%। রাতের শোতে সর্বোচ্চ ৬২.০৭% দর্শক উপস্থিত ছিলেন, দুপুর ও বিকেলের শোতে যথাক্রমে ৫০.৬৬% এবং ৫০.৩৫%, আর সন্ধ্যায় নেমে আসে ৪৫.১৫%-এ। লম্বা উইকেন্ড থাকায় পরবর্তী দিনে ছবিটির পারফরম্যান্স ভালো হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বলিউড মুভি রিভিউজ বলছে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৪০ কোটি রুপি (গ্রস কালেকশন)। এরমধ্যে শুধু তামিল নাড়ুতেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি রুপি! আর হিন্টি বেল্টে কমল হাসানের সিনেমাটি আয় করে মাত্র ১ কোটি রুপি!
‘থাগ লাইফ’ কর্নাটকে নিষিদ্ধ হওয়ায় প্রযোজকদের প্রায় ৩৫–৪০ কোটি রুপির আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে— এমনটাই জানিয়েছে দ্য হিন্দু। ছবির প্রচারণা অনুষ্ঠানে কমল হাসান মন্তব্য করেন, “কন্নড় ভাষার জন্ম তামিল থেকে” যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। কর্নাটক ফিল্ম চেম্বার অব কমার্স এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার হুমকি দেয়। তবে কমল হাসান ক্ষমা না চেয়ে জানান, তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
মণি রত্নম পরিচালিত এই সিনেমায় কমল হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, অভিরামি, সানিয়া মালহোত্রা, আলি ফজল, জোজু জর্জ, ঐশ্বর্য লক্ষ্মী, গৌতম কার্ত্তিক ও ভাইয়াপুরী প্রমুখ। –এম ইন্ডিয়া









