২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট বা টেলিটক মোবাইলের মাধ্যমে।
আজ ১৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া এই আবেদন আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন কেবলমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
এ জন্য শিক্ষার্থীদের ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd বা https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করার নিয়ম
- ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।
- এরপর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করতে পারবেন।
- দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
- ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
- ফি প্রদানের আগে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে আবেদন পরিবর্তন করা যাবে, তবে ফি জমার পর আর বাতিল বা সংশোধন করা যাবে না।
শিক্ষার্থীদের কার্যকর মোবাইল নম্বর প্রদান করতে বলা হয়েছে, যেখানে ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পেরেছিলেন।
চলতি বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়, যা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক ২ লাখ ৯১ হাজার ২৪১ জন পরীক্ষার্থী ছিল, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।









