গত তিন বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। বছর দেড়েক আগে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যেই হৃতিক-সাবার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে।
গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানে হৃতিককে দেখা গিয়েছে, সবখানেই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারাহ খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু সাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এমন কখনো হয়নি। কোনও অনুষ্ঠানের সাবা ছাড়া হৃতিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির কোনো অনুষ্ঠান, সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের।
হৃতিককে একা দেখে জল্পনা শুরু করেছে বলিউডে। নেটিজেনদের একটি অংশের দাবি সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যদিও সামাজিকমাধ্যমে দেখা গিয়েছে, এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা।
তবে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক-সাবা। রবিবার তাদেরকে একসঙ্গে মুভি ডেটে যেতে দেখা গেছে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ দেখতে যাওয়ার সময় তাদের একটি ভিডিও ধারণ করা হয় যা ছড়িয়ে পড়ে রেডইট-এ। ভিডিওতে সাবাকে হৃতিকের হাত ধরে রাখতে দেখা গেছে। তাদের মুখে ছিল মাস্ক।
ভিডিও দেখে হাফ ছেড়েছেন এই জুটির ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘ব্রেকআপ হয়নি তাদের।’ আরেকজন লিখেছেন, ‘কেন প্রতিবার গুঞ্জন রটার পরের দিনই একসঙ্গে দেখা যায়!’
কিছুদিন আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কী প্রয়োজন!
Saba Hrithik are very much together. No break up has happened.
byu/writerrani inBollyBlindsNGossip
সূত্র: হিন্দুস্তান টাইমস









