সালমান খানের ‘টাইগার থ্রি’-তে থাকছেন হৃতিক রোশনও। এই ছবিতে ২ মিনিট ২২ সেকেন্ড স্ক্রিন টাইম পাচ্ছেন অভিনেতা।
১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। অথচ, হৃতিকের অংশের শুটিং হয়েছে শনিবার ৪ নভেম্বর। শেষ মুহূর্তে ধারণ করা এই অংশ জুড়ে দেয়া হয়েছে ছবির সাথে। এই ছবিতে হৃতিককে দেখা যাবে ‘ওয়ার’ ছবির চরিত্র ‘কবির’ হিসেবে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে ধারণ করা হয়েছে হৃতিকের অংশ। এতদিন পর ‘কবির’ চরিত্রে আবার অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি হৃতিক।
সূত্র আরও জানিয়েছে, ‘ছবির সেন্সর প্রক্রিয়া ২৭ অক্টোবর সম্পন্ন হয়েছে। বাড়তি এই দৃশ্যের জন্য আবারও সেন্সর পাশ করিয়ে নিতে হয়েছে যশ রাজ ফিল্মসের। ৬ নভেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবির রান টাইম এখন ২ ঘণ্টা ৩৬ মিনিট (আগে ছিল দুই ঘণ্টা ৩৩ মিনিট)।’
শোনা যাচ্ছে ছবিতে অতিথি চরিত্রে থাকবেন শাহরুখ খানও। ‘পাঠান’ চরিত্রে তাকে দেখা যাবে ‘টাইগার থ্রি’-তে।
সূত্র: বলিউড হাংগামা







