প্রেমিকা সাবা আজাদের সঙ্গে দুই ছেলে রিহান এবং রিদান। নিয়ে বড়দিনের ছুটি কাটাচ্ছেন হৃতিক রোশান। সেখানে তুলেছেন এক মজার ছবি, যা অভিনেতা শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
সোমবার হৃতিক সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে হৃতিকের সঙ্গে দেখা গেছে সাবা আজাদ, রিহান রিদান, হৃতিকের কাজিন পশমিনা রোশন এবং পরিবারের আরও এক সদস্যকে। ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘মেরি ক্রিসমাস বিউটিফুল পিপল।’
জানা গেছে পরিবারের সদস্যদের নিয়ে সুইজারল্যান্ডে গিয়েছেন হৃতিক। অন্যসময় ছেলেদের নিয়ে হৃতিকের সঙ্গে ছুটি কাটাতে গেলেও এবার সঙ্গে যাননি সুজান।
কয়েকদিন আগে মুম্বাই বিমানবন্দরে হৃতিক, সাবা, রিহান ও রিদানকে দেখা গিয়েছিল। জানা গিয়েছিল ছুটি কাটাতে একসঙ্গে ইউরোপ যাচ্ছেন তারা।
হৃতিককে সর্বশেষ দেখা গেছে ‘বিক্রম বেদা’ ছবিতে। ছবিতে আরও ছিলেন সাইফ আলি খান ও রাধিকা আপ্তে। অভিনেতাকে এরপরে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ছবি ‘ফাইটার’-এ। এই ছবিতে হৃতিকের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







