১৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। রোববার রাতে নামবে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। সদ্য অবসর নেয়া বাংলাদেশের অন্যতম ভরসা সাকিব আল হাসানের কথা স্মরণ করেছেন তিনি।
কানপুর টেস্টের আগে টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে দেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন সাকিব। টাইগারদের জার্সিতে টি-টুয়েন্টিতে আর নামা হচ্ছে না সাকিবের। সংবাদ সম্মেলনে এসে তাই টাইগার মহাতারকাকে মিস করার কথা জানান হৃদয়।
বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে ওভারকাম করব।’
গোয়ালিয়রের উইকেট নিয়ে হৃদয় বলেছেন, ‘অনুশীলনের সময় উইকেট দেখে ধীরগতির মনে হয়েছে। এমন উইকেটে বেশি রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। কোনো আইপিএল ম্যাচও এখানে হয়নি। উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’
গোয়ালিয়রে রোববার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজ দল। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবদের মাঠের লড়াই। টেস্টে ২-০তে সিরিজ হেরেছিল বাংলাদেশ।









