টসে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ২৮০-৩০০ রানেই তিনি সন্তুষ্ট থাকবেন। শেষ পর্যন্ত ২৮৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। রান তাড়ায় নেমে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে টাইগার ব্যাটার তাওহীদ হৃদয় জানালেন, ৩৩০-৩৪০ রানের উইকেট ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল ব্যাটিংয়ে ৩০-৪০ রান কম করেছে। তাতে এটা স্পষ্ট যে, এমন উইকেটে শুরুতেই বাংলাদেশের পরিকল্পনায় ছিল ভুল।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান তোলে লাল-সবুজের দল। জবাবে ১৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কানরা। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা টেনেছে স্বাগতিকরা ।
ম্যাচ শেষে হারের কারণ ব্যখ্যা করতে গিয়ে রান পর্যাপ্ত হয়নি জানান হৃদয়। বললেন, ‘রান আমার মনে হয় ২০-৩০ রান হতে পারতো। উইকেটটা যেমন ছিল ৩৩০-৩৪০ এর উইকেট। আমরা থিতু হয়ে ইনিংসটা যদি আরেকটু টেনে নিতে পারতাম, তাহলে হয়তোবা দৃশ্যটা ভিন্ন হতো।’
নিজের ব্যাটিং নিয়ে ২৩ বর্ষী ক্রিকেটারের ভাষ্য, ‘তাছাড়া আজকের ম্যাচের অবস্থাটা কেমন ছিল সেটাও আপনাকে বুঝতে হবে। আজ আমরা পর পর উইকেট হারাচ্ছিলাম। ওই মুহুর্তে আমার মাথায় যতটুকু কাজ করেছে, আমি চেষ্টা করেছি পুরো খেলাটা শেষ করে আসতে। যেহেতু আমার ব্যাটার নাই। তবে ব্যাটাররা থাকলে হয়তো আমার খেলার ধরনটাও আরও একটু পরিবর্তন করতে পারতাম।’
‘৫০’র পর আমার একটাই লক্ষ্য ছিল। শুধু ৫০’র পর নয়, শুরু থেকেই আমার লক্ষ্য ছিল যেহেতু আমি থিতু হওয়া ব্যাটার, খেলা শেষ করেই ফিরব। ম্যাচটা শেষ করতে পারলে ভালো কিছুই হবে এমন ভাবনাটাই ছিল।’







