Site icon চ্যানেল আই অনলাইন

যেভাবে জানবেন প্রাপক এসএমএস পড়েছেন কি না

মোবাইল ফোনের মেসেজ অপশনের মাধ্যমে বেশিরভাগ সময়ই গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়। তবে পাঠানো মেসেজগুলো প্রাপক পড়ছেন কি না সেটা নির্ণয় করা যায়না। খুব সহজ একটি পদ্ধতিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা জেনে নিতে পারেন প্রাপক এসএমএস পড়েছেন কি না।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল মেসেজেস অ্যাপের ‘রিড রিসিপটস’ নামক একটি অপশন সচল করে সহজেই জেনে নিতে পারেন প্রাপক এসএমএস পড়েছেন কি না।

প্রাপক এসএমএস পড়েছেন কি না পদ্ধতি,

এবার গুগল মেসেজেস অ্যাপ অন করে যাকে বার্তা পাঠাতে হবে, তার নাম খুঁজে চ্যাটবক্সে প্রয়োজনীয় মেসেজ টাইপ করে ডান দিকে থাকা ‘সেন্ড’ অপশনে ক্লিক করলে, মেসেজ সেন্ড হলে মেসেজের নিচে ‘ডেলিভার্ড’ লেখা দেখাবে। আর প্রাপক যদি ওই বার্তাটি পড়ে তাহলে নিচে ‘রিড’ লেখা দেখাবে।

সুত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

Exit mobile version