ঈদ আসতে আর মাত্র কয়কেদিন বাকি। এই সময় অনেকেই মেতেছেন শেষ মুহূর্তের কেনাকাটায়। তবে নিজের পাশাপাশি নিজের ঘর সাজানো নিয়েও সচেতন অনেকই।
ঈদে বাসায় পরপর অনেক দাওয়াত আয়োজন করা হয়। বাসায় যেহেতু মেহমান আসে সেই ক্ষেত্রে বাসা সাজানোর বিষয় চলেই আসে। যেহেতু এইবার ঈদ গরমের দিনে পড়েছে সেই ক্ষেত্রে বাসা সাজানোর বিষয়টিও গরম আবহাওয়াকে মাথায় রেখে করতে পারেন।
চাইলে ঘরে সামার লুক দিতে পারেন। তাহলে ঘরের ভেতরের লুক পুরোই বদলে যাবে, আর অতিথিরাও স্বস্তি পাবে। ঘরের যেদিকেই তাকাবেন, সেদিকেই যেন প্রশান্তি মেলে-ঠিক এমনভাবেই সাজাতে হবে ঘরটি।
ঘরের রঙ
চাইলে ঘরের রং বদলে ফেলতে পারেন। এজন্য হালকা রংকে প্রাধান্য দিন। আপনার ঘরের রং যদি সাদা হয়, তাহলে তো খুবই ভালো। সাদা রং মনে প্রশান্তিভাব আনে। তবে দেওয়াল সাদামাটা হলে, সেখানে মেঝেতে একটি রঙিন কার্পেট বিছিয়ে দিতে পারেন।

ঘরের পর্দা
ঘরের রঙের সাথে মিলিয়ে পর্দা নির্বাচন করাটা জরুরি। ঘরের রঙ যদি হালকা হয় সেই ক্ষেত্রে কনট্রাস্ট করে একটু গাঢ় রঙের পর্দা ব্যবহার করতে পারেন। আর ঘরের রঙ যদি চটকদার হয়, সেই ক্ষেত্রে হালকা রঙের পর্দা বেঁছে নিতে হবে।

গাছ রাখুন ঘরে
যেহেতু এখন গরম, তাই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে ইনডোর গাছ রাখতে পারেন। এতে পুরো ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে। ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, লিলি কিনে আনুন ও ঘরের বিভিন্ন কোণায় সেগুলো সাজিয়ে রাখুন। এতে ঘরে যেমন সবুজ পরিবেশ পাবেন, ঠিক তেমনি চোখও জুড়াবে সবুজের ছোঁয়ায়।

আলোকসজ্জাও করতে পারেন
ঘরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। ল্যাম্প শেড, তারা বা মরিচ বাতিগুলো রাখতে পারেন।

সোফার কুশন পাল্টান
সোফা পরিষ্কার করে কুশন পাল্টে ফেলুন ঈদের আগে। বিছানার চাদরও বদলে ফেলুন। পুরো ঘর আবার নতুন রূপে সাজিয়ে তুলুন।

উইন্ড চাউম-দোলনা লাগান বারান্দায়
দরজার সামনে বা বারান্দায় টুং টাং উইন্ড চাউম লাগাতে পারেন। এতে বাতাসে টুং টাং শব্দ হলে দেখবেন মন বেশ ফুরফুরে লাগবে। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে। আপনার ঘরের বারান্দা যদি বড় হয়, তাহলে একটি দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এছাড়া বারান্দায় বেশ কিছু গাছ ও মেঝেতে আর্টিফিশিয়াল ঘাস কার্পেটগুলো ব্যবহার করতে পারেন।










