অনুষ্ঠিত হয়ে গেল ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’র গ্র্যান্ড প্রিমিয়ার। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মঙ্গলবার রাতে কাজল আরেফিন অমি পরিচালিত এই কনটেন্ট এর প্রিমিয়ার আয়োজিত হয়। যেখানে এই ‘হাউ সুইট’ এর শিল্পী কলাকুশলীদের পাশাপাশি দর্শকরাও উপস্থিত ছিলেন।
সদরঘাট টু বরিশাল; অপূর্ব-ফারিণ ও পাভেলদের জার্নি এবং পরবর্তীতে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত রোমান্টিক-কমেন্ডি গল্পের ‘হাউ সুইট’। দেড় ঘণ্টার এই ওয়েব ফিল্মে যথেষ্ট হাস্যরস দর্শকদের আনন্দিত করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মুক্তির পর দর্শকরাও বিনোদিত হবেন।
প্রিমিয়ার শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সময় দর্শকরা বলেছেন, ‘পয়সা উসুল কনটেন্ট হাউ সুইট। ঈদের ওটিটির সেরা কাজ হতে পারে!”
কেউ আবার বলেছেন, ওটিটির বেশীরভাগ কনটেন্টে রক্তারক্তি খুন ও রহস্যের হয়, সেদিন দেখে ‘হাউ সুইট’ ফুল অব এন্টারটেনমেন্ট দিয়েছে।
অমির নির্মাণ মানেই দর্শকদের কাছে বাড়তি চমক। নাটকে সাফল্যে তিনি ওটিটি হোটেল রিলাক্স, অসময়ের মতো হিট কনটেন্ট উপহার দিয়েছেন। প্রতিটি কনটেন্ট ব্যবসায়িকভাবেও সাফল্যে পেয়েছে। এ কারণে ‘হাউ সুইট’-এ নতুন চ্যালেঞ্জ নিয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা।
অমি বলেন, হাউ সুইটের শুটিং করতে টিমের প্রত্যেকে অনেক কষ্ট করেছে। অনেক বাধার সম্মুখীন হয়েছি। এর পিছনে দীর্ঘদিন সময় দিয়েছি। প্রিমিয়ারে দর্শকদের উচ্ছ্বাস এবং প্রশংসা দেখে আমরা বলবো হয়তো এবারও সফল হবো। সবসময় চেষ্টা করি দর্শকরা আমার কাজগুলো যখন দেখবে তখন যেন আনন্দ পায়। হাউ সুইটেও সেই চেষ্টা করেছি। আশা করছি, ঈদে সবাইকে পূর্ণ বিনোদিত করতে পারবো।
প্রিমিয়ারে ছিলেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, দর্শকদের ভালোবাসায় মুগ্ধ। অমি ভাইসহ আমরা চেয়েছিলাম সকলকে বিনোদন দিতে। সিনেমা হলের মধ্যে দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে আমরা সফল, তবে অপূর্ব ভাইকে মিস করছি। তিনি উপস্থিত থাকলে ভালো লাগতো।
হাউ সুইটে মায়া মায়া লাগে গানটিতে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন বালাম। তিনিও প্রিমিয়ারে উপস্থিত থেকে বলেন, প্রিয়তমার পর কাজের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। মায়া মায়া লাগে গানটি অনেক যত্ন নিয়ে করেছি। প্রিমিয়ারে হাউ সুইট সবার সাথে দেখে এতো মজা পেয়েছি যেটা বলে বোঝাতে পারবোনা। অমি এবং ফারিনসহ সকলে ফাটিয়ে দিয়েছে। ওদের কাজ দেখে মনে হয়েছে ওরা সবাই সুপারস্টার।
অপূর্ব-ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু, ইমেল হক। ঈদে ওটিটি প্ল্যার্টফম বঙ্গতে ‘হাউ সুইট’ মুক্তি পাবে। দর্শকরা ২৫ টাকা দিয়ে ‘হাউ সুইট’ দেখার সুযোগ লুফে নিতে পারবেন।









