মুক্তি পেয়েই সাড়া ফেলে দিয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’! শুধু দর্শকরাই নয়, চলচ্চিত্র সমালোচকরাও এই ছবিকে ‘মাস্টারপিস’ বলছেন।
কিন্তু জানেন কি ৬০০ কোটি বাজেটের এই ‘কল্কি’ ছবিতে অভিনয় করার জন্য কত পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসানরা?
জানা গেছে, এই ছবিতে ‘ভৈরব’-এর চরিত্রে অভিনয় করে ৮০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস! ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। এক অন্তঃসত্ত্বা মহিলা, যার গর্ভে জন্মে নেবে বিষ্ণুর দশম অবতার কল্কি। এই অবতারই অবসান ঘটাবে কলিযুগের। এই চরিত্রের জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। এটাই দীপিকার প্রথম তেলুগু ছবি।
অমিতাভ বচ্চন এই ছবিতে অভিনয় করেছেন অশ্বথামার চরিত্রে। যিনি ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এছাড়া কমল হাসানও প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অভিনয়ের জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। দিশা পাটানি নিয়েছে ২ কোটি রুপি।
‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। –লাইফস্টাইল এশিয়া








