এই সুন্দর পৃথিবীটাকে যদি দেখা না যায় বা প্রিয় মানুষটাকে যদি দু চোখ ভরে না দেখতে পারেন তবে কেমন হবে ভেবেছেন কি? আমরা যারা দেখতে পাই তাদের কাছে কল্পনা করাটাও হয়ত কঠিন তবে সঠিক ভাবে চোখের যত্ন না নিলে কখনোও এমনটা হতেই পারে। চোখের নানান রোগের ভিড়ে মানুষ গ্লুকোমার কথা প্রায় ভুলতে বসেছে। ভয়ংঙ্কর এ রোগের চিকিৎসা না হলে অন্ধত্বের আশঙ্কা থাকতে পারে। এই রোগ চুপিসারে হানা দেয় চোখে। তাই চিকিৎসকেরা একে ‘সাইলেন্ট থিফ’ বলে থাকেন। দক্ষিণ এশিয়ায় গ্লুকোমাজনিত অন্ধের সংখ্যা প্রায় ৮ মিলিয়ন।






