সম্প্রতি ফিলিস্তিনের গাজার এক হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হামাস এই হামলার জন্য ইসরায়েলকে দায়ি করছে যেখানে ইসরায়েল এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
গত ১৭ সেপ্টেম্বর গাজার অহলি অরব হাসপাতালে রকেট হামলা চালানো হয়েছিল। কিন্তু হামাস বা ইসরায়েল কোনো পক্ষই এই হামলার অভিযোগ অস্বীকার করছে না।
হামাস অভিযোগ তুলেছে, ইসরায়েল গাজার হাসপাতালে করা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া স্মার্ট বোমা ব্যবহার করেছে। এই অভিযোগের পাল্টা জবাবে ইসরায়েল বলছে, হামাসের ছোড়া রকেটই লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে পড়েছে।
স্মার্ট বোমা কী?
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা বোয়িং ইসরায়েলকে এক হাজার স্মার্ট বোমা সরবরাহ করেছে। এছাড়াও ইসরায়েলের কাছে নিজস্ব স্পাইস বোমাও আছে। এই স্পাইস বোমাও স্মার্ট বোমার মতোই কাজ করে।
স্মার্ট বোমাকে গাইডেড বোমাও বলা হয়। এই বোমা নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। বিমান থেকে এই বোমা ফেলা হয়। এই বোমার বিশেষত্ব হল, শুধুমাত্র লক্ষ্যবস্তুকেই ধ্বংস করবে এটি। আর এমনভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে যাতে আশপাশের এলাকার কোনও ক্ষতি না হয়।
মার্কিন দুটি সংস্থা রেথিয়ান টেকনোলজিস কর্পোরেশন এবং বোয়িং ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেমস এই ধরনের বোমা তৈরি করে থাকে।
এই স্মার্ট বোমার আরও একটি নাম প্রিসিসন গাইডেড মিউনিশন। কিছু বোমায় ছোট রকেট মোটর লাগানো হয়। এই রকেট মোটর শুধু বোমার রেঞ্জই বৃদ্ধি করে না, তার সঙ্গে বোমার ফ্লাইট কন্ট্রোল বৃদ্ধি করতেও সাহায্য করে।
৯০৭ কেজির এই বোমায় নানা ধরনের মারণাস্ত্র লাগানো হয় যাতে অভিঘাতের প্রভাব আরও বেশি হয়। বিভিন্ন মারণাস্ত্র লাগনোর পর সেই বামাকে জয়েন্ট ডায়রেক্ট অ্যাটাক মিউনিশন সিস্টেম বলা হয়। এই ধরনের স্মার্ট বম্ব আমেরিকার হাইটেক বম্বার বি-৫২ এবং বি-১ ল্যান্সরের মাধ্যমে ফেলা হয়।
মিলিটারি অ্যানালিসিস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, একটি স্মার্ট বোমার তিনটি অংশ থাকে। সেগুলো হল, ওয়েপন, এটি এক ধরনের বিস্ফোরক। টার্গেটিং সিস্টেম, এই অংশটি নেভিগেশনে সহায়তা করে। আর তৃতীয়টি হল অ্যান্টি জ্যামিং ডিভাইস, শত্রুপক্ষকে গাইডেন্স সিগন্যালে বাধা দেয়।
এই তিনটি অংশ ছাড়াও স্মার্ট বোমার রয়েছে রেডিয়ো কমান্ড গাইডেন্স। টেলিভিশন গাইডেন্স। ইনফ্রারেড হোমিং গাইডেন্স। লেজ়ার গাইডেন্স এবং জিপিএস রিসিভার।
স্মার্ট বোমা ছাড়াও স্পাইস বোমার ব্যবহার করছে বলে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই বোমা তৈরি করে রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস লিমিটে়ড। ৯০৭ কেজির এই বোমা ফেলার জন্য মিরাজ-২০০০ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। স্পাইস-২০০০ বোমার রেঞ্জ ৬০ কিলোমিটার।








