ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। চোটে মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে না নামা মহাতারকার তথ্য জানিয়েছেন কোচ টাটা মার্টিনো। বলছেন, বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কের বিষয়ে ‘ভুল না করার চেষ্টা’ করছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে ফাইনাল। এলএম টেনের ম্যাচটিতে খেলতে পারা নিয়ে রয়েছে সন্দেহ।
ফাইনালের আগে সংবাদ মাধ্যমে মার্টিনো বলেছেন, ‘তার খেলার বিষয়ে কতটুকু নিশ্চয়তা রয়েছে বা খেলতে পারবে কিনা সেটা বলা মুশকিল। কারণ প্রতিনিয়ত তাকে দেখতে হচ্ছে। আমরা তার বিষয়টি নিয়মিত মূল্যায়ন করছি। প্রথমে আমি তার কাছে শুনবো, তিনি কেমন বোধ করছেন।’
‘তারপর ভবিষ্যতের ক্ষতির বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। সিদ্ধান্তটা মোটেও সহজ নয়। কিন্তু আমরা যথেষ্ট সময় নেয়ার চেষ্টা করছি। তার বিষয়ে কোনো ভুল যেন না হয় সেই চেষ্টা চলছে।’
মেজর লিগ সকারে টরেন্টো এফসির বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি ও জর্ডি আলবা। সোমবার অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামেননি মেসি।








