সাতক্ষীরার আশাশুনিতে মোছা. কমলা খাতুন নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১১ অক্টোবর সকালে উপজেলার দক্ষিণ দরগাহপুর গ্রামের নিজ বাড়ির পাশ থেকে মরেদহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ মোছা কমলা খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ দরগাহপুর গ্রামের মো. মোবারক আলী গাজীর স্ত্রী।
নিহতের স্বামী মোবারক আলী গাজী জানান, ফজরের আযান দিলে তিনি তার স্ত্রী কমলা খাতুনকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়ে বাড়ির পাশে মাছের ঘেরে চলে যান। সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই। পরবর্তীতে খোঁজাখুজির এক পর্যায়ে নিজ বসত বাড়ির কাছেই বিচলী গাদার পাশে গলাকাটা মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আশাশুনি থানায় খবর দেয়া হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। কী কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।









