নীতা আম্বানি থেকে গিগি হাদিদ, কলকাতার বাসিন্দা ডলি জৈনের হাতের ছোঁয়ায় সেজে উঠেছেন বহু তারকা। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, ডলির হাতে শাড়ি পরেছেন সকলেই। শাড়ি পরাতে লাখ খানেক টাকা নিয়ে থাকেন বর্তমানে তিনি।
এক সাক্ষাৎকারে ডলি জৈনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অল্প বয়সে যেহেতু বিয়ে করেন, তাই কতদূর পড়াশোনা করেছেন? যার জবাবে তিনি জানান, ‘আমার ২১ বছরে বিয়ে। ওই বয়সে গ্রাজুয়েশন তো হয়ে যাওয়ারই কথা। তবে আমি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছি।’

ডলি জানান, তার আর পড়াশোনা না করার কারণ পারিবারিক। যা তিনি আলোচনা করতে চান না। এরপরের প্রশ্ন ছিল, মাত্র ক্লাস সেভেন অবধি পড়েও, কীভাবে এত সুন্দর ইংরেজি বলেন তিনি? এবার অবশ্য পুরো কৃতিত্ব নিজের মেয়েদেরই দেন তিনি।
ডলি বলেন, ‘আমরা সবসময় বলি মায়েরা বাচ্চাদের শেখায়, বাচ্চাদের পড়ায়। আমার ক্ষেত্রে উল্টা। যখন বাচ্চাদের জন্ম হল, তখন ঠিক করেছিলাম ওদের বলব আমার সঙ্গে শুধু ইংরেজিতে কথা বলবে। আমাদের ঘরে আর কোনও কথা বলার ভাষা থাকবে না। তোমরা আমার সঙ্গে ইংরেজিতেই কথা বলবে। আর আমাকে রোজ একটা করে নতুন শব্দ শেখাবে। সকালে স্কুলে যাওয়ার আগে শব্দ দিয়ে যাবে আর ফিরে এসে বলবে, এটা দিয়ে একটা বাক্য তৈরি করে শোনাও। এভাবেই আমি ইংরেজি শিখেছি।’
তারপর ধীরে ধীরে নায়িকাদের শাড়ি পরানোর কাজ করা শুরু করেন। কান চলচ্চিত্র উৎসবে গিয়েও শাড়ি পরিয়ে এসেছেন তিনি। শাড়ি পরানোর জন্য ৩৫ হাজার থেকে ২ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন ডলি।
কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে উপস্থিত সকল তারকাদের শাড়ি পরিয়েছেন ডলি। প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের লাল টুকটুকে শাড়িতে সাজিয়েছিলেন ডলি। দীপিকা পাড়ুকোনের বিয়ের শাড়িও ডলির পরানো। এমনকি আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নয়নতারাকেও তাদের বিয়ের দিনে শাড়ি পরিয়েছিলেন ডলিই।
সূত্র: হিন্দুস্তান টাইমস









