Site icon চ্যানেল আই অনলাইন

রান্নার সময় শর্টসার্কিটে অগ্নিকাণ্ডে গৃহবধুর মৃত্যু

প্রতীকী ছবি।

শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারে রান্নার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তাসলিমা বেগম (৩৫) নামে একজন গৃহবধুর মৃত্যু হয়েছে।

গতকাল (১৯ মার্চ) মঙ্গলবার রাত নয়টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তাসলিমা বেগম ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইস কুকারে রান্নার কাজ চলছিলো। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে তাসলিমা বেগম বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘরের মেঝেতেই পড়ে জ্ঞান হারান। এসময় ঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়।

এদিকে, আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদে তারাবীহর নামাজরত মুসুল্লী ও এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। তারা তাসলিমার নিথর দেহ ঘরটির মেঝেতে পড়ে থাকতে দেখেন।

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Exit mobile version