কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে হাত-পা বেঁধে এবং মাথা ও পায়ে ছুরিকাঘাত করে সাইফ উদ্দিন আহমেদ (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ২১ আগস্ট সকালে শহরের হলিডে মোড়ের হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার পুলিশ।
নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি এলাকার কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা ছাত্রলীগসহ নানা ইউনিটের সাবেক ছাত্রনেতা ছিলেন।
হোটেল সূত্র জানায়, রোববার বিকেল ৫ টায় সাইফউদ্দিন ও তার এক সহযোগী হোটেলের ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান সাইফউদ্দিনের ওই সহযোগী ।
হোটেল ম্যানেজার রেজাউল বলেন, নিহত সাইফ উদ্দিন ও তার বন্ধুরা প্রায়ই এই হোটেলে কক্ষ ভাড়া নিতেন। সাইফ উদ্দিন হোটেলের সবার কাছে পরিচত হওয়ায় খাতায় শুধু তার নামই নথিভুক্ত করা হয়েছে। তার সহযোগীর কোন নাম পরিচয় তারা জানেন না। তার মুখে মাস্ক থাকায় তার চেহারাও শনাক্ত করা যায়নি। তিনি হোটেল থেকে বাইরে যাওয়ার সময় সাইফ উদ্দিনের মোটরসাইকেল নিয়ে গেছেন। যার ভিডিও ফুটেজ হোটেলের সিসিটিভিতে সংরক্ষিত আছে।
নিহত সাইফ উদ্দিন ঘনিষ্ঠ বন্ধু বৈরাম মোহাম্মদ ইলিয়াছ বলেন, তারা প্রতিদিন বিকেলে হাটতে বের হতেন। কিন্তু রোববার সাইফুদ্দিনের সাথে তার দেখা হয়নি। রাতে সাইফ উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার স্ত্রী আমার সাথে যোগাযোগ করে। ওই রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও সাইফ উদ্দিনের সন্ধান না পেয়ে সোমবার সকালে সাইমুন হোটেলে এসে তাঁর রক্তাত মরদেহ দেখতে পাই।
তিনি আরও বলেন, সাইফ উদ্দিনের মরদেহ উদ্ধারের পর তার সহযোগী নয়ন ফেসবুকে হত্যাকারীর বিচার চেয়ে পোষ্ট করলেও তাকে কয়েক দফা ফোন করে ঘটনাস্থলে আসার জন্য ডাকা হলেও তিনি আসেননি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানতে কাজ করছে পুলিশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলার সময় হয়নি।
কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেছেন, হোটেলের সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করতে কাজ করছ পুলিশ। খুব শিগগিরই এই হত্যার রহস্য উম্মোচন হবে বলে জানান তিনি।
সাইফ উদ্দিনের খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।







