চলতি মাসের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে ১ থেকে ২ তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ বইবে, আবার রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।
আবাহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এপ্রিলের ৪, ৫ এবং ৬ তারিখে তাপমাত্রা বাড়বে। ৭ ও ৮ তারিখে গিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও কালবৈশাখির ঝড়সহ শিলাবৃষ্টি হতে পারে।
১ এপ্রিল থেকে চলমান মৃদূ তাপপ্রবাহ রাজশাহী খুলনা, ঢাকা বরিশালে আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে।
তবে দীর্ঘ মেয়াদের পূর্বভাসে বলা হচ্ছে এই মাসে ২ থেকে ৪টি মৃদু মাত্রার তাপদাহ বইবে এবং ১ থেকে ২টি তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ বইবে। তখন তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করতে পারে।
এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ তৈরির সম্ভবনা রয়েছে। এরমধ্য ১টি নিম্নচাপ হয়ে ঘূর্নিঝড়ে পরিণত হবার আশঙ্কা রয়েছে। ঈদের দিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে।







