বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে এশিয়া কাপ টি-টুয়েন্টির চলতি আসর শুরু করেছিল শ্রীলঙ্কা। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক লঙ্কানরা। শক্তিমত্তায় পিছিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে চারিথ আশালাঙ্কার দল।
‘বি’গ্রুপের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা। জয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লঙ্কানবাহিনী। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তান। ২ ম্যাচে একটি করে জয় এবং হারে ২ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। তিন খেলায় সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে হংকং।
রানতাড়ায় নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ২৬ রানে ওপেনার কুশল মেন্ডিসের উইকেট হারায় দলটি। ১৪ বলে ১১ রান করেন লঙ্কান ওপেনার। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৮ বলে ১৯ রানে ফেরেন কামিল মিশারা। তৃতীয় উইকেটে কুশল পেরেরাকে নিয়ে ৩৪ বলে ৫৭ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। ১১৯ রানে নিশাঙ্কা ফিরে যান ৪৪ বলে ৬৮ রানের ইনিংস। ছিল ৬টি চার ও ২ ছক্কার মার। এরপর ৮ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় লঙ্কানরা। পরে ভানিডু হাসারাঙ্গা ও দাসুন শানাকা মিলে জয় নিশ্চিত করেন। হাসারাঙ্গা ৯ বলে ২০ রান করেন, শানাকার ব্যাট থেকে ৬ রান।
হংকংয়ের হয়ে ইয়াসিম মুরতাজা দুটি উইকেট নেন। আয়ুশ শুক্লা, এহসান খান এবং আইজাজ খান নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু পায় হংকং। উইকেট তুলেতে বেশ বেগ পেতে হয় লঙ্কান বোলারদের। উদ্বোধনীতে ২৯ বলে ৪১ রান তোলেন জিসান আলি এবং আংশুমান রাঠে। ১৭ বলে ২৩ করে জিসান ফিরলে জুটি ভাঙে। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। ১০ বলে ৪ করে আউট হন বাবর হায়াত। তৃতীয় উইকেটে নিজাকাত খানকে নিয়ে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়েন আংশুমান। দলীয় ১১৮ রানে রাঠে ফিরে গেলে জুটি ভাঙে। ৪৬ বলে ৪৮ রান করেন হংকং ওপেনার। পরে নিজাকাতের ব্যাটে ভর করে ১৪৯ রানের পুঁজি পায় হংকং। ৩৮ বলে ৫২ রানে অপরাজিত থাকেন নিজাকাত।
লঙ্কান বোলারদের মধ্যে দুশমন্থ চামিরা ২ উইকেট নেন। হাসারাঙ্গা ও দাসুন শানাকা নেন একটি করে উইকেট।









