হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কমপক্ষে ১২৮ জন নিহত হয়েছে, শতাধিক মানুষ এখনও নিখোঁজ।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উন্নয়ন কাজের সময় দুর্নীতির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়া তিনজনকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে হংকং সরকার প্রধান জোন লিসহ অন্যান্য কর্মকর্তারা তিন মিনিট নীরবতা পালন করেন। চীন ও হংকংয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। শহরের বিভিন্ন স্থানে স্মৃতিস্থল স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ও শোকপুস্তক লিখতে পারেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওয়াং ফুক কোর্টের সাতটি ব্লকে, প্রায় দুই দিন ধরে ২ হাজার জন ফায়ারফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনের কারণ এখনও নিশ্চিত হয়নি, তবে জানালা বাইরের পলিস্টিরিন, সুরক্ষা নেটিং এবং বাঁশের খুঁটি আগুনের দ্রুত ছড়ানোর ক্ষেত্রে সহায়ক হয়েছে।
দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের পর শহরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে, যেখানে বাসিন্দারা ভাঙা ফায়ার অ্যালার্ম এবং উন্নয়ন কাজ পরিচালনাকারী কোম্পানির উদাসীনতার অভিযোগ করেছেন।









