আফগানিস্তানের সঙ্গে জয় দিয়ে এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। জয় পেলেও সুপার ফোরে খেলতে লাল-সবুজদের ভাগ্য নেই নিজেদের হাতে। তাকিয়ে থাকতে হচ্ছে অন্য ম্যাচের দিকে। এমন বাস্তবতায় আবারও আলোচনায় নেট রানরেট প্রসঙ্গ। তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে রানরেট বাড়িয়ে রাখতে পারলে পথ কিছুটা সহজ হতো। তবে সেসব নিয়ে আর আফসোস করতে চান না ওপেনার তানজিদ হাসান তামিম।
সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে ২০ ওভারে ১৪৬ রানে সব উইকেট হারিয়ে থামে আফগানিস্তান।
আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলেও বাংলাদেশকে মূলত তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের দিকেই। তার আগে নেট রানরেট প্রসঙ্গে তানজিদ বলেছেন, ‘এটা নিয়ে আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে, সেটার দিকে তাকিয়ে থাকব।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নেট রানরেট ভাবনায় ছিল কিনা প্রশ্নে তানজিদ বলেছেন, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগ ছিল আমাদের। আমাদের দলের জন্য ভালো হতো হয়তো (ব্যবধান বড়) হলে। হয়নি, এখন কিছু করার নেই। কারণ আমাদের ম্যাচ এটা জিততেই হতো। ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার।’
তামিমের কাছে জানতে চাওয়া হয়, বড় টুর্নামেন্ট হলেই কেন বাংলাদেশকে সমীকরণ মেলাতে হয়, ‘আমরা কখনও এভাবে দেখি না। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, কিছু বলার নাই ওই ম্যাচটা নিয়ে। কারণ ম্যাচটা খুব বাজেভাবে হেরেছি। আমরা যখনই কোন ম্যাচ খেলতে মাঠে যাই, ১০০ ভাগই দেয়ার চেষ্টা করি।’
গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশের পয়েন্ট এখন চার। রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে ২ জয়ে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে শ্রীলঙ্কা। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানরা জিতলে অথবা ম্যাচ পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় রানরেটের হিসেব কষতে হবে। যেখানে বেশ পিছিয়ে টিম টাইগার্স।









