আসন্ন ৯৮তম অস্কারে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের জন্য ভারত থেকে অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হলো নীরজ ঘাইওয়ানের ‘হোমবাউন্ড’।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিরদাউসুল হাসান এই সিনেমার নাম ঘোষণা করেন।
উত্তর ভারতের এক গ্রামে বেড়ে ওঠা দুই শৈশববন্ধুর পুলিশে চাকরি পাওয়ার স্বপ্নকে ঘিরে নির্মিত এই ছবিতে দেখা যাবে বন্ধুত্ব, স্বপ্ন আর হতাশার টানাপোড়েন।
ছবিটির কাহিনি অনুপ্রাণিত কাশ্মীরি সাংবাদিক বশারত পীরের লেখা একটি প্রবন্ধ থেকে— টেকিং অমৃত হোম (বর্তমানে এ ফ্রেন্ডশিপ, এ প্যানডেমিক অ্যান্ড এ ডেথ বিসাইড দ্য হাইওয়ে নামে প্রকাশিত), যা ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল।
‘হোমবাউন্ড’ এর বিশ্বপ্রিমিয়ার চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে, ‘আ সাঁর্তে রিগার্ড’ বিভাগে। ঘাইওয়ানের প্রথম ছবি মাসান (২০১৫) একই বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং পুরস্কারও জিতেছিল।
কান উৎসবে নয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায় ‘হোমবাউন্ড’। এছাড়া মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক—দুটি পুরস্কার জিতেছে। টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘পিপল’স চয়েস ইন্টারন্যাশনাল’ বিভাগে সেকেন্ড রানার-আপ ট্রফি জিতেছে ছবিটি।
অস্কারের জন্য ভারতের এন্ট্রি পাওয়ার দৌড়ে এবার আরও ছিল— তানভি: দ্য গ্রেট (হিন্দি), দ্য বেঙ্গলি ফাইলস (হিন্দি), পুষ্পা ২ (তেলুগু), কান্নাপ্পা (তেলুগু), জুগনুমা (হিন্দি), কেসরি চ্যাপ্টার ২ (হিন্দি) এবং ফুলে (হিন্দি)।
আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৫ মার্চ লস অ্যাঞ্জেলসে। মনোনয়নের তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি।
গত বছর (২০২৪) কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ ছিল ভারতের অফিশিয়াল এন্ট্রি, যদিও সেটি শর্টলিস্টে স্থান পায়নি। টেলিগ্রাফ ইন্ডিয়া









