সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে একটি বিয়ের অনুষ্ঠানে তরল নাইট্রোজেন মিশ্রিত ধোঁয়াযুক্ত পান খেয়ে ফেলেন ১২ বছর বয়সী এক মেয়ে। পরে প্রচণ্ড পেটে ব্যথা এবং ফোলা ভাব দেখা দেয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার পাকস্থলীতে গর্ত ধরা পড়ে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মেয়েটির যে সমস্যা দেখা দিয়েছিল তাকে চিকিৎসার ভাষায় বলা হয় পেরিটোনাইটিস।
নারায়ণ হেলথ বেঙ্গালুরুর ডা. বিজয় এইচএস বলেন, যখন আমরা তাকে পরীক্ষা করি তখন তার পেটে একটি গর্ত ছিল। তার পেট সম্পূর্ণ গ্যাসে ভরা ছিল। তিনি বলেন, এটি তার জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই আমরা অবিলম্বে তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছি। মেয়েটি তিন দিন আইসিইউতে ছিল।
তিনি জানান, তার খাবারে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়েছিল যা বাতাসের সংস্পর্শে এসে ধোঁয়ার সৃষ্টি করে। শিশুরা তরল নাইট্রোজেনের প্রতি আকৃষ্ট হয় কারণ স্বাভাবিক তাপমাত্রায় এটি ধোঁয়া নির্গত করে যা সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তবে এই তরল নাইট্রোজেন নিম্ন তাপমাত্রার সংস্পর্শে এসে ত্বক বা চোখের ক্ষতি করতে পারে। এর থেকে নির্গত গ্যাসও ঠাণ্ডা আবহাওয়ায় শ্বাসরোধ এবং শ্বাসনালী বা পাকস্থলীতে ক্ষত তৈরি করতে পারে।
তিনি বলেন, কিছু রাজ্য সরকার তরল নাইট্রোজেন ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও তা খুব কঠোর নয়।









