ছেলেদের হকিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৩-২ গোলে হেরে সোনার পদকে লড়াই থেকে ছিটকে যায় ভারত। তবে ব্রোঞ্জের লড়াইয়ে দারুণ করেছে ভারত। আসরে নিজেদের চতুর্থ পদকের দেখা পেয়েছে দেশটি।
ছেলেদের হকিতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত। জোড়া গোল করেছেন ভারতের হারমনপ্রীত সিং। স্পেনের একমাত্র গোলটি করেন মার্ক মিরালেস।
অলিম্পিক হকিতে এ নিয়ে ১৩তম পদক জিতল ভারত। প্যারিসে অলিম্পিকে এখন পর্যন্ত চারটি পদক জিতেছে ভারত। একটি হকিতে বাকী তিনটি শুটিংয়ে।









