টেবিলের শীর্ষ থেকে আগে প্লে-অফ নিশ্চিত করেছ রিশাদ হোসেনের হোবার্ট হ্যারিকেনস। তবে লিগপর্বের শেষ ম্যাচে ব্রিসবেন হিটে কাছে ৩ রানে হেরেছে তাসমানিয়ার দলটি।
হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় হোবার্ট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে ব্রিসবেন। জবাবে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে হোবার্ট।
আগে ব্যাটে নেমে ব্রিসবেনের ওপেনার উসমান খাজা করেন ১৯ রান। নাথান ম্যাকসুইনি ৪৯, ম্যাট রেনশো ৩৭, ম্যাক্স ব্রেনেট ২০ রান করেন।
হোবার্টের হয়ে এ দিন রিশাদ ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন। রিলি মেরেডিথ ৩, নাথান এলিস ২ এবং বিউ ওয়েবস্টার নেন ১টি করে উইকেট।
জবাবে নেমে ওয়েবস্টার ৫১, বেন ম্যাকডারমট ৫৯, নিখিল চৌধুরী ১৬ রান করেন। রিশাদ ১ রানে অপররাজিত থাকেন।
ব্রিসবেনের হয়ে জেভিয়ার বার্টলেট ৩টি, ম্যাথিউ কুহনেম্যান ২ এবং মাইকেল নেসার, জামান খান এবং মার্নাস লাবুশেন ১টি করে উইকেট নেনে।









