আসরজুড়ে আগুনঝরা বোলিং করেছেন রিশাদ হোসেন। দাপটে খেলেছে তার দল হোবার্ট হ্যারিকেনস। নকআউটে মেলবোর্ন স্টারসকে হারিয়ে আসা দলটি কোয়ালিফায়ারে সিডনি সিক্সার্সের কাছে হেরে বিদায় নিল। সিডনির কাছে ৫৭ রানে হেরে আসর শেষ হোবার্টের। আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় হোবার্ট। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে সিডনি। জবাবে ১৭.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় রিশাদদের দল।
আগে নেমে সিডনি ওপেনার ড্যানিয়েল হিউজেস ১৩ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার স্টিভেন স্মিথকে আউট করেন রিশাদ, ৪৩ বলে ৬৫ রান করে যান অজি তারকা। জশ ফিলিপস ১৫ করে আউট হন। মোয়েজেস হেনরিকসকে ফেরান রিশাদ, ১৯ রানের সময়। জুয়েল ডেভিস ২৭, লাচলান শ ২১, জ্যাক এডুয়ার্ডস ১৫ রান করেন।
হোবার্টের হয়ে রিশাদ ৪ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট নেন। রাইলি মেরেডিথ ৩টি এবং বিলি স্ট্যানলেক ২টি উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার মিচেল ওয়েন এবং টিম ওয়ার্ড ১৩ রান করে করেন। বিউ ওয়েবস্টার ২৪, বেন ম্যাকডারমট ২৬ বলে ৪০ এবং উইল প্রেসটুইজ ১৯ রান করেন। রিশাদ ১ ছক্কায় ৮ বলে করেন ১১ রান।
সিডনির হয়ে বেন ডারউইশ ৩টি। মিচেল স্টার্ক, শন অ্যাবোট, ডেভিস ২টি করে এবং এডুয়ার্ডস একটি উইকেট নেন।









