এফডিসির বাইরে থেকে যারা সিনেমা বানায়, কিংবা যারা নাটক বা বিজ্ঞাপনের পর সিনেমা বানান সেগুলো নাটকের মতো লাগে এমন মিথ বহুদিনের! এমনকি এফডিসির বাইরের পরিচালকদের ‘ফিল্ম ডিরেক্টর’ হিসেবে মানতে অনেকে নারাজ!
তবে এসবের দিন শেষ বলে মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খানের বহুল জনপ্রিয় ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ।
‘মেন্টাল’ সিনেমার প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী ‘বরবাদ’ দেখে একটি পোস্টে লিখেছেন, ‘বরবাদ’র বিরতির সময় জংলি ও দাগি সিনেমার ট্রেলার দেখলাম। আমি কাউকে ছোট করে বলছি না, নাটকের ডিরেক্টর দিয়ে সিনেমা হয়না সেটা স্ক্রিনে বোঝা যায়।”
আরও লেখেন, “বরবাদ” সিনেমার মেইন আকর্ষণ ছিল ক্যামেরা, স্থির ছিলনা আবার গল্পের স্ক্রিনপ্লে দারুণ ছিল। শাকিব খানের জীবনের সেরা সিনেমা “বরবাদ” কোন সন্দেহ নেই। শাকিব খানকে ব্যবহার করতে পারলে সালমান খান এবং শাহরুখ খানকে ছেড়ে যাবেন এই কথা আমি সবসময়ই বলি আর সেটা “মেন্টাল” সিনেমার সময় দেখেছি সে কীভাবে অভিনয়টা এনজয় করেন। শুভকামনা সুপারস্টার এর জন্য।”
হিমেল আশরাফ নিজেও নাটক নির্মাণের পর সিনেমা বানিয়েছেন। সুলতানা বিবিয়ানা, প্রিয়তমা ও রাজকুমার তার পরিচালিত সিনেমা।
সাইফুল ইসলামের পোস্টের মন্তব্যে হিমেল আশরাফ লিখেছেন, বরবাদের প্রশংসা করলেন ওইটার পরিচালক নাটকের ভাই। এই ইন্ডাস্ট্রির ট্রেন্ড ঘুরিয়ে দেয়া সিনেমা ‘প্রিয়তমা’র পরিচালক নাটকের। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় পরিচালক রায়হান রাফী নাটকের না হলেও এফডিসির না।
গত ২ বছরে সকল ব্যবসা সফল সিনেমার পরিচালক নাটকের। আর আপনাদের সিনেমার পরিচালকদের সিনেমার রেজাল্ট কী খোঁজ নেন! এই ঈদেও একটা মুক্তি পেয়েছিল।
“নাটকের পরিচালক বলে নাক সিঁটকানোর দিন শেষ ভাই। নতুন কিছু বলেন, তরুণদের মেধা স্বীকার করেন। মজার ব্যপার হচ্ছে আপনি জীবনে যেই একটা সিনেমা বানাইছেন সেটার পরিচালকও সিনেমার আগে নাটক বানাইছে।”
হিমেল বলেন,“আমি কাউকে ভালো বা খারাপ বলছি না। কিন্তু নাটকের লোক বলে দীর্ঘদিন আপনারা যে হাসি ঠাট্টা করার চেষ্টা করেছেন সেটা থেকে বের হোন, মানুষ এখন হাসে ভাই।” এরপর পাল্টাপাল্টি জবাব বেড়েছেই দুজনের।









