সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো দুইটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুকুরিয়া, হামিরদী, মাধবপুর, নওয়াপাড়া, মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় অবস্থান নেন আলগী ও হামিরদী ইউনিয়নের হাজারো মানুষ। তারা মহাসড়কে সামিয়ানা টানিয়ে বিক্ষোভ চালিয়ে যান, ফলে উভয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের দাবি, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এর আগে, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৪৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। দাবি আদায় না হলে তারা সরে যাবে না বলেই জানিয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, এটি জাতীয় পর্যায়ের বিষয়। স্থানীয় প্রশাসনের পক্ষে কিছু করার সুযোগ নেই। স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো নির্দেশনা আসেনি।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর প্রথম দফায় সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। পরে ইউএনও’র আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও কোন কার্যকর পদক্ষেপ না আসায়, তারা আবার আন্দোলনে নামেন। এদিকে প্রজ্ঞাপন বাতিল চেয়ে আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান এবং হাইকোর্টে রিট দায়ের করেন।
তবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, গেজেট প্রকাশের পর সীমানা নিয়ে আইনি বা প্রশাসনিকভাবে প্রশ্ন তোলার সুযোগ নেই। আন্দোলন করেও লাভ হবে না।









