বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। পেঁপে আর আলু বাদে বেশিরভাগ সবজির দাম বাড়তি, কোন কোনটা আবার ১০০ টাকার ওপরে। তবে সবকিছু ছাপিয়ে বিক্রেতা কাঁচা মরিচের কেজি হাকাচ্ছেন ট্রিপল সেঞ্চুরিতে।
আজ ৩ অক্টোবর শুক্রবার বাজার ঘুরে দেখা যায় সব ধরনের মুরগীর দাম গড়ে ২০ টাকা বেড়েছে। তবে চাল, আটা, তেলসহ মশলারে দাম আগেই বেড়ে উচ্চ মূল্যে স্থির রয়েছে।
রাজধানীর কারওয়ানবাজারে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের স্বাভাবিক ব্যস্ততা পূজার ছুটির আমেজে খানিকটা কম। নিত্যপণ্যের দোকান থেকে মাছের বাজার, সবজি বিক্রেতা- সবখানেই কম ক্রেতার উপস্থিতি।
চাল, আটা, তেলসহ মনোহারি পণ্যের দাম আর না বাড়লেও। কাঁচা মরিচ থেকে শুরু করে বেগুন ও সবজির দামে অসন্তুষ্ট ক্রেতারা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, ছাগলের মাংস হাজার টাকার ওপরে। ডিমের ডজন ১৩০ টাকা।








