নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্যদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ (১৪ জুলাই) সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।
রুলে অধ্যাপক ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণায় কেন নির্দেশ দেওয়া হবে না এবং অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ হিসেবে স্বীকৃতি ও তাদের প্রকৃত তালিকা প্রকাশে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। জনপ্রশাসন, প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ, আইন, তথ্য ও সম্প্রচার, এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
রিটটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক ওরফে হোয়াইট ম্যান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।









