রাজধানী ঢাকাসহ সারাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য আগামী ৬০ দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে ব্যারিস্টার বনি ইসমাইল অয়নের করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। সাথে ছিলেন ব্যারিস্টার আশিকুর রহমান।









