মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নের প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। আদালতে অধিকারের পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল আমিন ভূইয়া। সাথে ছিলেন আইনজীবী মো. ইউসুফ আলী, চন্দন চন্দ্র সরকার ও মোহাম্মদ আহসানুজ্জামান।
এনজিওবিষয়ক ব্যুরো অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন নামঞ্জুর করে। প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়নের জন্য অধিকার ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর এনজিওবিষয়ক ব্যুরোতে আবেদন করে। তবে নবায়ন না হওয়ায় অধিকারের পক্ষ থেকে ২০১৯ সালে হাইকোর্টে একটি রিট করা হয়। এই রিটের পরিপ্রেক্ষিতে কেন নিবন্ধন নবায়নের বিষয়ে হাইকোর্ট রুল জারি করেন।
বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নিখোঁজ এসকল বিষয়ে ওঠা অভিযোগ নিয়ে কাজ করে আসছিল অধিকার। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি অভিযানে মৃতের সংখ্যা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সংগঠনটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।









