ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এটির প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রয়াত নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরীর করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সগির আনোয়ার, বারিস্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এ. কে. খান উজ্জল, মশিউর রহমান রাহাত, বিরোজা বালা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিকভাবে হেয় করার অভিযোগে ওয়েব সিরিজটি প্রচার বন্ধের হাইকোর্টে রিট করেন সালমানের মা নীলা চৌধুরী। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মঙ্গলবার (৪ এপ্রিল) রুল জারি করেছেন।
বিটিআরসির চেয়ারম্যানসহ রিটের বিবাদী জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার সচিব, ওটিটি প্লাটফর্ম হইচই ও ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের পরিচালক তানিম রহমান অংশুকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।’
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি গত ২ মার্চ মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আবু হোরায়রা তানভীর, তমা মির্জা, শাহনাজ সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, গাজী রাকায়েতসহ অনেকে।








