বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির (এসএওসিএল) অনিয়মের অভিযোগে সরকারের ৪৭২ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ হওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর রোববার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বিপিসি ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (সিএজি) ২০ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক মঈনুদ্দিন আহমেদের বিরুদ্ধে দুদকের তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট। আর এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
গত ৪ নভেম্বর দ্য ডেইলি স্টারে ‘এ বিপিসি কনসার্ন রোবস স্টেট কফার্স অব ৪৭২.৭ ক্রো’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এসময় আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।









