লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাই নিহত হয়েছেন।
আজ (২৪ নভেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রোববার স্থানীয় সময় দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই অভিযান চালানো হয়। ঘটনায় কমপক্ষে পাঁচজন মারা যান এবং আরও ২৮ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
পরে হিজবুল্লাহ এক বিবৃতির মাধ্যমে তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাকে মহান কমান্ডার হিসেবে উল্লেখ করলেও সংগঠনের অভ্যন্তরে তার নির্দিষ্ট পদ প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাবাতাবাইকে নিষ্ক্রিয় করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরও জানায়, হামলার মূল লক্ষ্য ছিলেন তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গত বছরের সংঘাতের পর থেকে এটি ছিল তাকে হত্যার তৃতীয় প্রচেষ্টা।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ ক্বোমাতি বলেন, এই হামলা রেড লাইন অতিক্রম করেছে। সংগঠনের নেতৃত্ব প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চিন্তাভাবনা চলছে। তার মতে, এই হামলা লেবাননের বিভিন্ন এলাকায় গভীর উত্তেজনার পথ খুলে দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএ জানায়, হারেত হ্রেইক এলাকার আল-আরিদ স্ট্রিটে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনের পার্কিং এলাকা, গাড়িসহ আশপাশের কাঠামোগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।









