ইসরায়েলের অধিকৃত গোলান হাইটস অঞ্চলে লেবাননের সশস্ত্র গোষ্টি হিজবুল্লাহর রকেট হামলায় ১২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছে হিজ়বুল্লাহ।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘হিজ়বুল্লাহ এই ঘটনার জন্য দায়ী এবং এর দাম ওদের দিতে হবে। শত্রুদের উপর চরম প্রত্যাঘাত করা হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, আনুমানিক ৩০টি রকেট লেবাননের দিক থেকে ইসরায়েলে এসে পড়েছিল। ১২টি বাচ্চার মৃত্যুর পাশাপাশি ৪৪ জন জখম হয়েছেন। নিহত বাচ্চাগুলি একটি ফুটবল মাঠে খেলছিল। এ সময়ে রকেট এসে পড়ে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শনিবারের রকেট হামলা নিশ্চিত করেছে হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন। মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, শনিবারের গণহত্যার পর হিজবুল্লাহ রেড লাইন অতিক্রম করেছে। এটা সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর লড়াই না। তারা একটা সন্ত্রাসী সংগঠন যারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে।
এদিকে, এ হামলার পর হঠাৎ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার পরে ইসরায়েলি যুদ্ধবিমান টহল দেয় লেবাননের আকাশে। চিহিৃত করা হয় হিজ়বুল্লার একাধিক ঘাঁটি।
গোলান হাইটস অঞ্চলটি ১৯৬৭ সালে সিরিয়ার কাছ থেকে দখল করেছিল ইসরায়েল। ১৯৮১ সালে এখানে নিজেদের প্রশাসন গঠন করে তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, গোলান হাইটসকে ইজ়রায়েল-অধিকৃত এলাকা হিসেবে গণ্য করা হয়। বিশ হাজার আরবের বাস এখানে। এরা নিজেদের সিরীয় বলে দাবি করে। ইসরায়েলি নাগরিকত্ব এরা গ্রহণ করেনি।
হিজ়বুল্লার হামলার পরে আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, যে ১২টি বাচ্চার মৃত্যু হয়েছে, তারা কেউ ইসরায়েলি নাগরিক নয়। ইসরায়েলের বিরোধী দলনেতা জাইর লাপিদের বলেন, ‘ফুটবল মাঠে যে বাচ্চাগুলি মারা গিয়েছে, তারা আমাদের পরিবারের যে কেউ হতে পারত। তাই ওরা আমাদেরই সন্তান।’









