ইসরায়েলে একযোগে ৩৪০টি মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলের দক্ষিণে আশদোদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেলআবিবের কাছাকাছি একটি এলাকায়ও রকেট হামলার খবর পাওয়া গেছে।
সোমবার (২৫ নভেম্বর) আলজাজিরাসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, হিজবুল্লাহ্ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। আবার গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
লেবানের হিজবুল্লাহ্ এক বিবৃতিতে বলেছে, তারা তেলআবিবের একটি ‘সামরিক স্থপনায় উন্নতমানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়, উত্তর সীমান্ত এলাকা এবং শহরগুলো ছাড়াও, হাইফা, এবং হাইফা উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় হিজবুল্লাহ্ সরাসরি হামলার খবর পাওয়া গেছে। সেখানে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে তেল আবিবের পেতাহ্ টিকভাতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, দেশটিকে আঞ্চলিক যুদ্ধে টেনে নেয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এএফপি’র প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে ইরায়েলি ভূ-খন্ডে ১৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ্। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে এএফপি’র সাংবাদিক যোগাযোগ করলে তারা বলেছে, তেলআবিবের দক্ষিণে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কয়েটি ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়।
অপর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, মাঝে মধ্যে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যদিও ইসরায়েল বিষয়টি অস্বীকার করে আসছে। সম্প্রতি সিরিয়ার পালমিরায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে ৩৬ জনের।









